BABISAS

এটিএন বাংলা-বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২৪ অনুষ্ঠিত

ফারুক হোসেন মজুমদার: বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা অ্যাওয়ার্ড ২০২৩ / ২০ ২৪ উন্নয়ন কর্পোরেশনের এক জামকানো আয়োজনের মধ্যে এওয়ার্ড প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম , বিশেষ অতিথি হিসেব এটিএন বাংলা সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউ আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস এর সভাপতি কামরুল হাসান দর্পণ, অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাবিসাস প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল হোসেন মজুমদার এবার এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড ২৯১৩-২৪ আজীবন সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম চলচ্চিত্র ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সংগীতে ফেরদৌস আরা, বিশেষ সম্মাননা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান চিত্র নায়িকা রোজিনা , চিত্র নায়ক রুবেল এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ শ্রেষ্ঠ নায়ক নীরব হোসেন, চিত্রনায়ক ইমন, চিত্র নায়িকা রোমানা ইসলাম মুক্তি, শবনম বুবলি, চলচ্চিত্র খল অভিনেতা শিবা শানু, রাশেদ মাহমুদ অপু চলচ্চিত্র তারকা দম্পতি ওস্তাদ জাহাঙ্গীর আলম ও চিত্রনায়িকার রাখা শ্রেষ্ঠ নাটক পরিচালক মাহমুদুল হাসান শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বদি আলম খোকন সংগীত বিভাগে শ্রেষ্ঠ সুরকার ও গীতিকার ইথন বাবু , শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আসিফ আকবর, রবি চৌধুরী, মনির খান আলোচিত কন্ঠ শিল্পীমৌসুমী চৌধুরী , কণ্ঠশিল্পীপরান ও রুবেল খন্দকার সুরকার এফএ প্রীতম কণ্ঠশিল্পী সাদ্দাম পাপ্পু সংগীত তারকা দম্পতি কনকচাঁপা ও মাইনুল হাসান টেলিভিশন বিভাগ শ্রেষ্ঠ অভিনেতা গুলাম কিবরিয়া তানভীর আখম হাসান এনায়েতুল্লাহ শিপুল, সংগীত বিভাগ গীতিকার মনসুর সানি , এমদাদ খান, বিনোদন সাংবাদিকতার অবদান আফরানুল হক নাহিদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজ, কামরুল হাসান দর্পণ সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস , দুলাল খান সাধারণ সম্পাদক বাংলাদেশ কালচারাল রিপোর্টার এসোসিয়েশন বি সি আর এ শ্রেষ্ঠ উপস্থাপনায় ভাবনা আহমেদ ও রশিদ নিউটন ইভেন অগানাইজার ফিরোজ আহমেদ বাদল শ্রেষ্ঠ কন্টাক্ট থিয়েটার রবিন রাফান নিত্য শিল্পী মুফাসসল আলিফ, নিত্য শিল্পীর সারওয়ার শাকিল ও রাজনিন সেতু, আলোচিত সংগীত জুটি নওশীন তাবাসসুম স্মরণ ও মোমিন বিশ্বাস ওয়েব ফ্লিম সামিয়া অথৈ, সংগীত পরিচালক এসকে সাগর শান থিম সং এস শিল্পী শিশু শিল্পী মামা মজুমদার, ফারিয়া মজুমদার, আলিশা হোসেন তরুণ উদ্যোক্তা নাঈম সজল ও শ্রেষ্ঠ মডেল খালেদ হোসেন চৌধুরী চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা চৌধুরী কেয়া , শবনম পারভীন, কামরুন নাহার আন্না জূড়ি সম্মাননা সাচিনুর সাচি লেজার এস্ধটিক স্পেশালিস্ট সানজিদা জাহান মুক্তা আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট জান্নাতুল ফেরদৌস শানু হেয়ার কালার এক্সপার্ট আজমিরী আক্তার শাওমি ফেসিয়াল এক্সপার্ট শিবলী খান তমা উদ্যোক্তা ও আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট ফাল্গুনী আহমেদ লাবনী হেয়ার এক্সপার্ট উক্ত অনুষ্ঠানের সংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও তারকা শিল্পীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক ফারুক হোসেন মজুমদার , সদস্য সচিব ফরহাদ হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক রশিদ নিউটন

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন নৃত্যশিল্পী আলিফ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ এ শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন সময়ের তরুণ নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ। গত ২২ ফেব্রয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। এটি ছিলো বাবিসাসের ২৪ তম আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। দেশ বরেণ্য মিডয়া ব্যাক্তিত্বের উপস্থিতিতে মুখরিত ছিলো অডিটোরিয়াম।

মোফাসসাল আলিফ দেশের পাশাপাশি সমান তালে দেশের বাইরেও পারফরম্যান্স করে যাচ্ছেন।

বাংলাদেশের নাচ আন্তর্জাতিক পর্যায়ে মাথা উচু করে দাঁড়াবে এটাই তার চাওয়া। সে লক্ষ্যেই নিজের নৃত্যদল ‘অ্যালিফিয়া স্কোয়াড’ নিয়ে কাজ করে যাচ্ছেন।

এটিএন বাংলার চায়ের চুমুকে সংগঠক ও বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার

স্টাফ রিপোর্টার : এটিএন বাংলা টিভি চ্যানেলের সকালের অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। এই অনুষ্ঠানে এবারে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এ সময়ের জনপ্রিয় সংগঠক,বিনোদন সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার।
তাঁর বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠন এজেএফবি, বাবিসাস,চলচ্চিত্র প্রযোজনা ও প্রকাশনা লেখালেখি নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে- অনেক কথা উঠে এসেছে। তাঁর শৈশব, বেড়ে ওঠা, লেখালেখি, খ্যাতির বিড়ম্বনা, সামনের ব্যস্ততা সহ নানান খোলামেলা কথা বলেছেন সংগঠক ও বিনোদন সাংবাদিক আবুল হোসেন মজুমদার।

উল্লেখ্য, আনন্দ বিনোদন, বিনোদনধারা, বিনোদন ভূবন, বিনোদন জগত এর সম্পাদক প্রকাশক তিনি। ২৪ বছর যাবত বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস ও এজেএফবি স্টার অ্যাওয়ার্ড টিভি, সিনেমা, সংগীত, ফ্যাশন ও সাংবাদিকতায় প্রদান করে প্রশংসিত হয়েছেন। তার লেখা বেশ কয়েকটি গল্পেও সিনেমা নির্মান হয়েছে। আবুল হোসেন মজুমদার এর জন্ম, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি, দেশ বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। মোস্তাক হোসেন ও শম্পা মাহমুদ এর প্রযোজনায় ও ভাবনা আহমেদ এর উপস্থাপনায় ‘চায়ের চুমুক ‘ অনুষ্ঠানটি আগামী ২০ মে সোমবার সকাল ৭:৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।